Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
Union Animal Resources Office
label.column.field_office_cism

ক্রঃ নং

বিভাগ/দপ্তর

সেবা সমূহ/সেবার নাম

দ্বায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা/কর্মচারী

সেবা প্রদানের পদ্ধতি

সেবা প্রদানের প্রয়োজনীয় সময়

সেবা প্রদানের প্রয়োজনীয় ফি

সংশি­ষ্ট আইন/বিধিবিধান

সেবা প্রদানে ব্যর্থ হলে প্রতিকারের বিধান

ফ্রিকোয়েন্সী

১।

উপজেলা প্রাণিসম্পদ দপ্তর

গবাদিপশুর চিকিৎসা প্রদান

 

ভেটেরিনারি সার্জন

উপজেলা প্রাণি হাসপাতালে অসুস্থ গবাদিপশুর চিকিৎসা প্রদান করা হয়ে থাকে। খামারী/গবাদিপশুর মালিকগন অসুস্থ গবাদিপশুকে হাসপাতালে নিয়ে আসেন । সেখানে প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষার  পর প্রয়োজনীয় ব্যবস্থাপত্র সহ ঔষধ প্রধান করা হয়ে থাকে।

তাৎক্ষনিক

প্রযোজ্য নয়

পশুকে আরাম দায়ক পরিবেশে চিকিৎসা প্রদান করিতে হইবে।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা

গবাদিপশু পালনকারী সকল লোক জড়িত।

১৬ কোটি লোক জড়িত

২।

 

কৃত্রিম প্রজনন সম্প্রসারণ

মাঠ সহকারী কৃত্রিম প্রজনন

গাভী গরম হওয়ার ১০-২০ ঘন্টার মধ্যে গাভীকে প্রজনন করানো হয়। খামারী /পশুর মালিকগণ গাভী গরম হওয়ার পর প্রজনন কেন্দ্রে নিয়ে আসে। উপযুক্ত পরীক্ষা নিরীক্ষার পর সরকারী রশিদের মাধ্যমে ফি আদায়ের পর নিয়ম অনুযায়ী কৃত্রিম প্রজনন করানো হয়।

গাভী গরম হওয়ার পর ১০-২০ ঘন্টার মধ্যে।

১৫/-

৩০/-

দ্বিতীয় /পুনঃ প্রজনন ফ্রি

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা

৫০ লক্ষ লোক জড়িত

৩।

 

গবাদিপশুর টিকাদান

ইউএলএ, ভিএফএ,

নিয়মিতভাবে এলাকার চাহিদা অনুযায়ী নিবিড় টিকাদান কর্মসূচী পরিচালনা করা হয়ে থাকে। কমপক্ষে ১৫ দিন অম্তর এক একটি রোগের প্রতিষেধক রোগের টিকা প্রদান করা হয়ে থাকে।

হঠাৎ কোন রোগের প্রাদুর্ভা&ব দেখা দিলে জরম্নরী ভিত্তিতে ঐ রোগের টিকা প্রদান করা হয়।

নির্দিষ্ট পশুকে নির্দিষ্ট রোগের টিকা প্রদান করা হয়।

৭ দিন

 

 

 

 

 

২দিন

 

টিকা প্রাপ্তি সাপেক্ষে

সরকার নির্ধারিত মূল্য

অসুস্থ পশুকে টিকা দেওয়া যাবে না।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা

ছয় কোটি লোক জড়িত

৪।

 

হাঁস-মুরগীর টিকাদান

ইউএলএ, ভিএফএ,

প্রতি সপ্তাহে একদিন উপজেলা প্রাণি হাসপাতালে হাঁস-মুরগীর টিকা প্রদান করা হয়।

ইউনিয়ন পশুপাখী কল্যান কেন্দ্রে প্রয়োজন অনুযায়ী টিকা প্রদান করা হয়ে থাকে ।

সেবাকর্মীর মাধ্যমে কোন নির্দিণ্ট এলাকায় চাহিদা মোতাবেক টিকা প্রদান করা হয়ে থাকে।

সরকারী/বেসরকানী খামার সমূহে রুটিন মাফিক টিকা প্রদান করা হয়।

৭ দিন

সরকার নির্ধারিত মূল্য অনুযায়ী ফি আদায় করা হয়।

অসুস্থ হাঁস-মুরগীকে টিকা দেওয়া যাবে না।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা

২ দুই (কোটি) লোক জড়িত

৫।

 

প্রশিক্ষণ

 উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা

প্রয়োজনীয় বরাদ্দ পাওয়ার পর ভিএফএ, ইউএলএ এবং ইউপি মেম্বার সমন্বয়ে তালিকা প্রনয়ণ করার পর ইউপি সভা এবং উপজেলা পরিষদ সভায় তালিকা অনুমোদনের পর প্রশিক্ষণের দিন, তারিখ এবং সময় নির্ধারণ করা হয় এবং সংশিষ্টদের অবহিত করা হয়। প্রয়োজন অনুযায়ী অতিথি বক্তা নির্বাচন করা হয়। নির্দিষ্ট সময় প্রশিকনর দেওয়ার পর প্রশিক্ষণ সমাপ্ত করা হয়।

বিষয় অনুযায়ী সময়

নির্ধারণ কনা হয়।

প্রযোজ্য নয়

সংশিষ্ট এলাকার বাসিন্দা হতে হবে।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা

 

 

 

 

গড়ে ৫০,০০০ জন প্রতি বছর

 

ঋণ বিতরণ

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা

প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদানের পর বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে সরকারী নিয়ম মোতাবেক জন প্রতি হারে ঋণ প্রদান করা হয়। ক্ষুদ্র ঋণ উপজেলা অফিস থেকে এবং বুহদাকার ঋণ ব্যাংকের মাধ্যমে প্রদান করা হয়।

সংস্থান মোতাবেক

প্রযোজ্য নয়।

সংশিষ্ট এলাকার বাসিন্দা হতে হবে।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা

 

 

 

 

গড়ে ৫০০০ জন প্রতি বছর

৭.

 

ক্ষতিপুরণ প্রদান

উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা

সরকারী প্রজ্ঞাপনের মাধ্যমে হাঁস-মুরগী ধ্বংশ করার পর ধ্বংশকৃত মুরগীর তালিকা অনুযায়ী সরকারী ক্ষতিপুরণ দেওয়া হয়। ধ্বংশকৃত মোরগ মুরগীর তালিকা ইউএলও এবং ডিএলও সাহেবের মাধ্যমে মহাপরিচালক বরাবরে প্রেরণ করা হয়। মহাপরিচালক কতৃক অনুমোদনের পর প্রকল্প পরিচালকের মাধ্যমে জেলা প্রশাসক বরাবরে বরাদ্দ প্রদান করা হয় । জেলা প্রশাসক টাকা উত্তোলনের পর ইউএনও এবং ইউএলও সাহেবের মাথ্যমে ক্ষতিগ্রস্তদের মাঝে বিতরণ করা হয়।

৩০ দিন

সরকার নির্ধারিত

মূল্য অনুযায়ী ক্ষতিপুরণ প্রদান কনা হয়।

-

মহাপরিচালক প্রাণিসম্পদ অধিদপ্তর

গড়ে ৩০০ জন প্রতি বছর

৮.

 

প্রাণিজাত উৎপাদিত পণ্য বিক্রয়

খামার ব্যবস্থাপক, বিক্রয়কারী

সরকার কতৃক নির্ধারিত মূল্যে সরকারী খামার থেকে উৎপাদিত পণ্য সামগ্রী বিক্রয় করা হয়। উৎপাদিত পণ্য বিক্রয় কেন্দ্রে আনা হয় এবং সরকারী রশিদের মাধ্যমে টাকা আদায়ের পর পণ্য সরবরাহ করা হয়।

পণ্য প্রাপ্তি সাপেক্ষে

সরকার নির্ধারিত মূল্যে

নিধূারিত মূল্যের কম বা বেশী বিক্রয় করা যাবে না।

পরিচালক উৎপাদন

গড়ে বছরে ২ কোটি

৯.

 

লাইসেন্স/
 পারমিট/ সার্টিফিকেট/ অনুমতি পত্র ইস্যু

মহাপরিচালক প্রাণিসম্পদ অধিদপ্তর

নির্ধারিত ফি প্রদান সাপেক্ষে ঠিকদারী লাইসেন্স প্রদান করা হয়।গবাদিপশু আমদানী রপ্তানী পারমিট প্রদান করা হয়। বিদেশ থেকে আনিত/দেশথেকে বিদেশে নেওয়ার জন্য পশুর রোগমুক্ত সাটিঁফিকেট প্রদান করা হয়। গবাদিপশু জবাই এর পূর্বে সার্টিফিকেট প্রদান করা হয়। গবাদিপশুর ঔষধ, খাদ্যদ্রব্য, পোল্ট্রি ফিড ও ফিড এডিটিভ  আমদানির পূর্বে অনুমতি পত্র ইস্যু করা হয়।

৩০ দিন

সরকার নির্ধারিত মূল্যে

সরকারী বিধিবিধান অনুযায়ী।

সচিব, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।

৫০০ জন প্রতি বছর।

১০.

 

পুনর্বাসন ও উপকরণ সহায়তা

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা

দুর্যোগময় পরিস্থিতিতে/বিশেষ পরিস্থিতিতে পুনর্বাসন  ও ক্ষতিপুরণ প্রদান করা হয়। সরকার কতৃক প্রদানকৃত/বরাদ্দকৃত অর্থ/উপকরণ  অগ্রাধিকার তালিকা প্রণয়নের মাধ্যমে সংশ্লিষ্ট ক্ষতিগ্রস্ত খামারী/পালনকারীদের মাঝে পুনর্বাসন ও উপকরণ সহায়তা প্রদান করা হয়।

প্রাপ্তি সাপেকে্ ৭ দিন

বিনামূল্যে

সংশ্লিষ্ট এলাকার অধিবাসী হতে হবে।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা।

গড়ে ৫০০০০০ জন প্রতি বছর

 

Citizen Charter

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

উপজেলা প্রাণিসম্পদ দপ্তর

পিরোজপুর সদর, পিরোজপুর

 

সেবা প্রদান প্রতিশ্রুতি (Citizen Charter)

 

ভিশন মিশনঃ

ভিশনঃ সকলের জন্য নিরাপদ, পর্যাপ্ত ও মানসম্মত প্রাণিজ আমিষ নিশ্চিতকরণ ও প্রাণিসম্পদের উন্নয়ন।

মিশনঃ প্রাণী স্বাস্থ্যসেবা প্রদান, প্রাণির উৎপাদন ও উৎপাদনশীলতা বৃদ্ধি এবং মূল্য সংযোজনের মাধ্যমে প্রাণিজ আমিষের চাহিদা পূরণ।

 

প্রতিশ্রুত সেবাসমূহ

ক্র. নং

সেবার নাম

সেবা প্রদানের সর্বোচ্চ সময়

প্রয়োজনীয় কাগজপত্র

প্রয়োজনীয় কাগজপত্র/ আবেদন ফরম প্রাপ্তিস্থান

সেবামূল্য এবং পরিশোধ পদ্ধতি

শাখার নাম সহ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার পদবি, রুম নম্বর, জেলা/উপজেলার কোড, অফিসিয়াল টেলিফোন ও ই-মেইল

উর্ধবতন কর্মকর্তার পদবি, রুম নম্বর, জেলা/উপজেলার কোডসহ অফিসিয়াল টেলিফোন ও ই-মেইল

(১)

(২)

(৩)

(৪)

(৫)

(৬)

(৭)

(৮)

১.

গবাদি-পশুর চিকিৎসা প্রদান

১ ঘণ্টা ৩৫ মিনিট

মৌখিক আবেদন

উপজেলা প্রাণিসম্পদ দপ্তর।

 

সরকার নির্ধারিত মূল্যে/বিনা মূল্যে

ভেটেরিনারি সার্জন

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা

+৮৮০৪৬১৬২৩২১

ulopirojpur@

gmail.com

২.

গবাদি-পশুর কৃত্রিম প্রজনন

গাভীর গরম হওয়ার

১০-২০ ঘন্টার মধ্যে

মৌখিক আবেদন

উপজেলা প্রাণিসম্পদ দপ্তর।

১ম প্রজনন-

 

গভীর হিমায়িত সিমেন- ৩০/-

 

তরল সিমেন- ১৫/-

এফ. এ. (এ. আই)

৩.

গবাদি-পশুর টিকা দান

 

 

 

 

 

 

 

 

 

টিকা প্রাপ্তি সাপেক্ষে ২ দিন হতে ৭ দিন

মৌখিক আবেদন/লিখিত আবেদন

 

 

 

উপজেলা প্রাণিসম্পদ দপ্তর।

 

 

 

 

সরকার নির্ধারিত মূল্যে

 

 

ইউ. এল. এ/ ভি. এফ. এ

৪.

হাঁস-মুরগীর টিকা দান

টিকা প্রাপ্তি সাপেক্ষে ১ দিন হতে ৭ দিন

মৌখিক আবেদন/লিখিত আবেদন

উপজেলা প্রাণিসম্পদ দপ্তর।

 

সরকার নির্ধারিত মূল্যে

 

 

ইউ. এল. এ/ ভি. এফ. এ

৫.

কৃষক / খামারী প্রশিক্ষণ

১-৩  দিন

লিখিত আবেদন

 

উপজেলা প্রাণিসম্পদ দপ্তর।

 

 

বিনামূল্যে

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা

 

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা

+৮৮০৪৬১৬২৩৬১

dlopirojpur2@

gmail.com

৬.

ক্ষতিপূরণ প্রদান

৩০ দিন

লিখিত আবেদন

উপজেলা প্রাণিসম্পদ দপ্তর।

 

বিনামূল্যে

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ও

উপজেলা নির্বাহী কর্মকর্তা

 

৭.

ক্ষুদ্র ঋণ বিতরণ

১৫ দিন

লিখিত আবেদন

উপজেলা প্রাণিসম্পদ দপ্তর।

 

৪% সুদ, ৩% সার্ভিস চার্জ মোট ৭%

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা

 

 

৮.

পুর্নবাসন ও উপকরণ সহায়তা প্রদান

বছরের সকল দুর্যোগকালীন সময়

১-৩ দিন

অগ্রাধিকার তালিকা

উপজেলা প্রাণিসম্পদ দপ্তর

 

বিনামূল্যে

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা

 

 

৯.

দুর্যোগকালীন সময়ে জরুরী সেবা প্রদান

প্রাপ্তি সাপেক্ষে ১-৭ দিন

অগ্রাধিকার তালিকা

উপজেলা প্রাণিসম্পদ দপ্তর

বিনামূল্যে

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা

১০.

 

 

 

 

উন্নত জাতের ঘাসের চারা/বীজ বিতরণ

১ দিন

 

লিখিত/মৌখিক আবেদন

উপজেলা প্রাণিসম্পদ দপ্তর

 

বিনামূল্যে

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা

১১.

পশুখাদ্য তৈরীর/বিক্রয়ের লাইসেন্স প্রদান

৩০ দিন

লিখিত আবেদন

উপজেলা প্রাণিসম্পদ দপ্তর

 

সরকারি বিধি অনুযায়ী সরকার নির্ধারিত ফি প্রদান সাপেক্ষে

 

মহাপরিচালক প্রাণিসম্পদ অধিদপ্তর

মাধ্যম-

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা

 

 

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়

 

১২.

উন্নত প্রযুক্তি জন-সাধারনের মাঝে হস্তান্তর

৬-১২ মাস

প্রযুক্তি ডকুমেন্ট

উপজেলা প্রাণিসম্পদ দপ্তর

বিনামূল্যে

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা

+৮৮০৪৬১৬২৩৬১

dlopirojpur2@

gmail.com

১৩.

বাজার মনিটরিং (দুধ, ডিম, মাংস, দুগ্ধপণ্য)

 

লিখিত/মৈৗখিক আবেদন

-

বিনামূল্যে

ভেটেরিনারি সার্জন/ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা

১৪.

গবাদি পশু-পাখির খামার রেজিষ্টেশন ও পরিদর্শন

 

লিখিত/মৈৗখিক আবেদন

উপজেলা প্রাণিসম্পদ দপ্তর 

সরকার নির্ধারিত মূল্যে রেজিস্ট্রেশন করা হয়

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা

১৫.

পশু জবাইখানা পরিদর্শন

 

 

 

 

ভেটেরিনারি সার্জন

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা

+৮৮০৪৬১৬২৩২১

ulopirojpur@

gmail.com

১৬.

টেলি-মোবাইল সার্ভিস প্রদান

 

টেলিফোন/মোবাইল কলের মাধ্যমে

-

বিনামূল্যে

ভেটেরিনারি সার্জন/

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা/

ভি. এফ. এ./

এফ. এ. (এ. আই)।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা

+৮৮০৪৬১৬২৩৬১

dlopirojpur2@

gmail.com

১৭.

জনসাধারনের অভিযোগ

০৩ দিনের মধ্যে

লিখিত/মৈৗখিক আবেদন

উপজেলা প্রাণিসম্পদ দপ্তর

বিনামূল্যে

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা

label.column.field_projects

* ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রজেক্ট (এনএটিপি)

 

* ইউনিয়ন পর্যায়ে মৎস চাষ সম্প্সারণ প্রকল্প।

 

* বৃহত্তর ফরিদপুর জেলার মঃস চাষ উন্নয়ন প্রকল্প।

 

* অর্থনৈতিকভাবে পশ্চাৎপদ এলাকায় জনগনের দারিদ্র বিমোচন ও জীবিকা নির্বাহ নিশ্চিতকরণ প্রকল্প।

 

* চিহ্নত অবক্ষয়িত জলাশয় উন্নয়ন ও ব্যবস্থাপনা এবং দেশিয় প্রজাতির ছোট মৎস সংরক্ষন প্রকল্প।

 

* সমন্বিত মৎস্য কার্যক্রমের মাধ্যমে দারিদ্র বিমোচন ঋণ প্রকল্প।

 

* সমন্বিত মৎস কার্যক্রমের মাধ্যমে ক্ষুদ্রঋণ প্রকল্প।

 

* বন্যা নিয়ন্ত্রন ও সেচ প্রকল্প এলাকায় এবং অন্যান্য জলাশয়ে সমন্বিত মৎস্য ও প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্প (৪র্থ পর্যায়) (২০১১-২০১২)

 

* মৎস্য সংরক্ষণে ফরমালিনের ব্যবহার নিয়ন্ত্রণ ও গণসচেতনতা সৃষ্টি প্রকল্প (২০১-২০১২)

 

* জেলেদের নিবন্ধন ও পরিচয়পত্র প্রদান প্রকল্প ( ২০১১-১২)

 

* মৎস্য সেক্টরে পল্লী উন্নয়ন প্রকল্প (২০১২-২০১৩)

 

মৎস্য জীবিদের জন্য সরকার কর্তৃক গৃহীত প্রকল্পের সংক্ষিপ্ত বিবরনঃ-

 

      জাতীয় কৃষি প্রযুক্তি প্রকল্প (মৎস্য অংশ)ঃ

 

 জাতীয় কৃষি প্রযুক্তি প্রকল্প (মৎস্য অংশ) এর আওতায় প্রতিটি ইউনিয়ন ও পৌরসভায় ০১ জন করে লিফ (লোকাল এক্সটেনশন এজেন্ট ফর ফিশারিজ ) সম্প্রসারণ কাজে সহায়তা প্রদানের জন্য নিয়োগ প্রদান করা হয়েছে । প্রতিটি ইউনিয়ন ও পৌরসভা পর্যায়ে ফিয়াক (ফারমারস ইনফরমেশন এন্ড অ্যাডভাইস সেন্টার) স্থাপন ও কার্যকর করা। প্রতিটি ইউনিয়ন ও পৌরসভায় ১৫ জনের ০২টি করে সিআইজি (কমন ইন্টারেষ্ট গ্রুপ) গঠন সহ মোট=২১০ জন সদস্যদের মাঝে প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত আছে।

 

 পর্যায়ক্রমে প্রতিটি ইউনিয়নে প্রদর্শনী পুকুর স্থাপন করা হচ্ছে । এ ছাড়া প্রদর্শনী পুকুরের পার্শ্ববর্তী স্থানে সিআইজি ও অন্যান্য মৎস্য চাষীদের নিয়ে মাঠ দিবস করা, লিফ ও সিআইজি লিডারদের নিয়ে অভিজ্ঞতা বিনিময় সফরের আয়োজন করা এবং কৃষি,মৎস্য ও প্রাণিসম্পদ অধিদপ্তরের যৌথ উদ্যেগে উপজেলা পর্যায়ে কৃষি মেলার আয়োজন করা হয় ।

 

       অর্থনৈতিকভাবে পশ্চাৎপদ এলাকার জনগণের দারিদ্র বিমোচন ও জীবিকা নির্বাহ নিশ্চিতকরণ প্রকল্পঃ

অর্থনৈতিকভাবে পশ্চাৎপদ এলাকার জনগণের দারিদ্র বিমোচন ও জীবিকা নির্বাহ নিশ্চিতকরণ প্রকল্পের আওতায়  বিকল্প আয়বর্ধক কার্যক্রমের মাধ্যমে মৎস্যজীবিদের প্রশিক্ষণ ও সহায়তা বিতরণের কার্যক্রম অব্যাহত আছে । মুক্ত জলাশয়ে পোনা মজুদ ও অভয়াশ্রম নির্মাণ , পুকুর /বরোপিট ও অন্যান্য জলাশয় খনন/পুনঃখননের ব্যবস্থাকরণ এবং সমাজ ভিত্তিক সংগঠন তৈরি মৎস্যজীবি/মৎস্যচাষী/ব্যবাসায়ী/ভূমিহীন ও গণ্যমান্য ব্যক্তির সমন্বয়ে কমিটি গঠন ।

 

      এফসিডিআই প্রকল্পঃ

 

 এফসিডিআই প্রকল্পের বাসত্মবায়নকৃত ২০০৯-২০১০ আর্থিক সালের স্কীম সমুহ ক্ষেমিরদিয়াড় ব্রীজ হতে হিসনা ব্রীজ পর্যমত্ম হিসনা মরা নদী পুনঃ খনন প্রকল্প, ক্ষেমিরদিয়াড় সমিতির মোড় হতে মুকুলের ভাটা পর্যমত্ম হিসনা মরা নদী পুনঃ খনন প্রকল্প, মুকুলের ভাটা হতে হিসনা ব্রীজ পর্যমত্ম হিসনা মরা নদী পুনঃ খনন প্রকল্প এবং হিসনা ব্রীজ হতে ঘোড়েশাহ বাবার মাজার পর্যমত্ম হিসনা মরা নদী পুনঃ খনন প্রকল্প।এফসিডিআই প্রকল্পের আওতায় এসব সরকারী জলাশয় পুনঃখনন কার্যক্রম অব্যাহত আছে ।

Address

রুস্তমপুর ইউনিয়ন পরিষদ

গোয়াইনঘাট, সিলেট ।