গোয়াইনঘাট উপজেলার ১নম্বার রুস্তমপুর ইউনিয়নের তথ্য বাতায়নে আপনাকে স্বাগতম-
১নম্বার রুস্তমপুর ইউনিয়ন সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার একটি অন্যতম ইউনিয়ন।এ ইউনিয়ন গোয়াইনঘাট উপজেলার উত্তর-পশ্চিমে অবস্থিত একটি প্রাচীন জনপদ।
পাথর ও বালি এ ভরপুর হিসেবে খ্যাত রুস্তমপুর ইউনিয়ন। খাসিয়া ও জৈন্তিয়া পাহাড়ের অপরূপ দৃশ্য, রুস্তমপুরের পাথর কোয়ারী এর মনোমুগ্ধকর সৌন্দর্য,বিছনাকান্দির সারি সারি পাথরের স্তূপ পর্যটকদের টেনে আনে বার বার। এই ইউনিয়নের বেশ কিছু সংখ্যক লোক পৃথিবীর বিভিন্ন দেশে বসবাস করে প্রচুর বৈদেশিক মুদ্রা প্রেরণ করে দেশের অর্থনীতিতে বিশেষ ভূমিকা পালন করে আসছে। রুস্তমপুরের পাথর ও বালির গুনগতমান খুব ভাল । রুস্তমপুরের পাথর সারা দেশের সিংহভাগ চাহিদা পূরণ করে থাকে । স্বাধীনতা যুদ্ধে এ ইউনিয়নের ভূমিকা অপরিসীম । এই ইউনিয়নে মুক্তিযুদ্ধে অনেক কৃতি সন্তান আছেন, আখইশার মাজার, মেহের আলীশার মাজার ও বগাইশার মাজার অবস্থিত । প্রতি বছর বিপুল সংখ্যক ধর্ম প্রাণ লোক মাজার জিয়ারতের উদ্যেশ্যে আগমন করে । আসে বিপুল সংখ্যক পর্যটক ও । এই ইউনিয়নের নদীসহ ছোট, বড় অনেক হাওর বিল রয়েছে । শীত মৌসুমে রুস্তমপুরের হাওর-বাওর গুলো ভরে উঠে অতিথি পাখির কলরবে ।
১৯৬০ ইংরেজীতে রুস্তমপুর ইউনিয়ন পরিষদ গঠন লগ্নে রুস্তমপুর একটি গ্রামছিল । তখন ঐ গ্রাম মধ্যবর্তী স্থানে থাকায় এবং প্রভাবশালী ভদ্রলোকদের বসবাস থাকায় রুস্তমপুর গ্রামের নাম অনুসারে রুস্তমপুর ইউনিয়নের নামকরণ করা হয় ।
ক) নাম– ১নংরুস্তমপুর ইউনিয়ন পরিষদ
খ) আয়তন : ১৭৪১৬.৩৭ একর
গ) লোকসংখ্যা : ৪২,০০০ হাজার জন
পুরুষ: ২২,০০০ হাজার জন
মহিলা: ২০,০০০ হাজার জন
ঘ) গ্রামের সংখ্যা – ৩৯ টি।
ঙ) মৌজার সংখ্যা: ৩৯ টি ।
চ) হাট/বাজার সংখ্যা: ৫ টি ।
ছ) উপজেলা সদর থেকে যোগাযোগ মাধ্যম – সিএনজি/রিক্সা/মিনিবাস/প্রাইভেট কার ।
জ) শিক্ষার হার : ৭০%।
সরকারী প্রাথমিক বিদ্যালয়: ১৩টি,
বে-সরকারী রেজিঃ প্রাঃ বিদ্যালয়- ০২টি,
কিন্ডার গার্টেন বিদ্যালয়: ৩ টি
মাধ্যমিক বিদ্যালয়: ২টি
নিম্ন মাধ্যমিক বিদ্যালয়: ৩টি
মাদ্রাসা: ১০টি ।
ঝ) দায়িত্বরত চেয়ারম্যান: জনাব মোঃ আবুল কালাম আজাদ
ঞ) গুরুত্বর্পূণ ধর্মীয় স্থান: ২ টি
ট) ঐতিহাসিক/পর্যটন স্থান ৪ টা
ঠ) ইউপি ভবন স্থাপন কাল – ১৯৬৫ ইং
ড) নব গঠিত পরিষদের বিবরণ –
১) শপথ গ্রহণের তারিখ – ১০/০৮/২০১১ইং
২) প্রথম সভার তারিখ – ১১/০৮/২০১১ ইং
৩) মেয়াদ উর্ত্তীনের তারিথ – ০৯/০৮/২০১৬ইং
ঢ) গ্রাম সমূহের নাম –
লামনী রুস্তমপুর কুনকিরী
পাতলী কোনা কাঠাল বাড়ি কান্দি ইটাচকি
ইস্তি নয়াপাড়া খলামাধব
বড়ঘোষা কুরিখলা খাইরাই
টুকুইর মাটিকাপা ভেড়িবিল
গোরাগ্রাম হাদারপার উপরগ্রাম
বগাইয়া বগাইয়া হাওর বিছনা কান্দি
ভিতরগুল বাদেবাশা লামাই
ণ) ইউনিয়ন পরিষদ জনবল –
১) নির্বাচিত পরিষদ সদস্য: ১২ জন
২) ইউনিয়ন পরিষদ সচিব: ১ জন
৩) ইউনিয়ন গ্রাম পুলিশ: ৬ জন
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS