Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

খাদ্য উৎপাদন

 

রুস্তমপুর ইউনিয়নে উৎপাদিত শষ্যের মধ্যে উল্ল্যেখ য্যেগ্য ধান । এছাড়াও তৈল বীজ সরিষা, তরমুজ, আম, কাঁঠাল, পেয়ারা, নারিকেল, সুপারী, জামবুরা, লেবুজাতীয়, মরিচ, পিয়াজ, লাউ, ধনিয়াপাতা, চালকুমড়া, মিষ্টিকুমড়া, শীম, বরবটি, গোলআলূ, বেগুন, টমেটু, ফুলকপি, বাঁধাকপি উৎপাদিত হয় । শিম জাতীয় ফসলের মধ্যে ফরাস প্রচুর উৎপাদিত হয় । এটা এ এলাকায় খুব বেশী জনপ্রিয় । কমলা ও আনারস তৎকালীন পূর্বপাকিস্থানের রাজধানী ঢাকাসহ সারাদেশে প্রসিদ্ধ ও পরিচিত ছিল ।